আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রথম ইনিংসে মাত্র ২১৭! আবারো ব্যাটিংয়ে প্রোটিয়ারা

প্রথম ইনিংসে মাত্র ২১৭! আবারো ব্যাটিংয়ে প্রোটিয়ারা

পোর্ট এলিজাবেথে প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৫৩ রানের। দ্বিতীয় দিনে ১৩৯ রান তুলতে বাংলাদেশ হারায় ৫ উইকেট। ক্রিজে তখনও অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী রাব্বি। সফরকারীদের দরজায় ফলো-অনের লজ্জা কড়া নাড়ছিলো। তবে বাংলাদেশের আশার প্রদীপ হয়ে উঠেন মুশফিকুর রহিম। 

তৃতীয় দিনে শুরুটা ভালো করলেও মুশির খামখেয়ালি আউটের পর বাংলাদেশ শেষ চার উইকেট হারায় মাত্র ৭ রানে। এতেই ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে সফরকারীরা। 

নি:সন্দেহে ব্যাটিং ব্যর্থতায় এই অবস্থা টাইগারদের। সম্ভবত চতুর্থ আর পঞ্চম দিনে ব্যাটিংয়ের ঝুঁকি না নিতেই ফলোঅন করায়নি প্রোটিয়ারা।

গতকাল (শনিবার) ৫ উইকেটে ১৩৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে আজ (রোববার) তাদের আরো কমপক্ষে ১১৫ রানের প্রয়োজন ছিলো। মুশফিক-রাব্বি-মিরাজদের ব্যাটিংয়ে সেটা অসম্ভব বলেও মনে হচ্ছিলো না। ৮৭ বলে ৪৬ রান করা ইয়াসিরের বিদায়ে ৭০ রানের জুটি ভাঙার পর মুশফিকের সঙ্গী হন মিরাজ।

দুজনের ব্যাটে আবারো ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কিন্তু ফিফটি করার পরই মুশফিক (৫১) হার্মারের একটি ফুল লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আত্মহনন করেন। এরপর তাইজুল (৫), মিরাজ (১১) আর এবাদত (০) দ্রুত আউট হয়ে গেলে ২১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। 

৩টি করে উইকেট নিয়েছেন সিমন হার্মার এবং ওয়াইন মুল্ডার। ২টি করে নিয়েছেন ডুয়ান অলিভার আর কেশব মহারাজ।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | ইনিংসে | মাত্র | ২১৭ | আবারো | ব্যাটিংয়ে | প্রোটিয়ারা