আর্কাইভ থেকে এশিয়া

গাজায় মৃত্যু ছাড়ালো ১৫ হাজার

গাজায় মৃত্যু ছাড়ালো ১৫ হাজার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬ হাজার ১০০ জন শিশু এবং প্রায় ৪ হাজার নারী রয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) আল জাজিরার দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গেলো ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে ওইদিন থেকেই ফিলিস্তিনে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের বর্বরতা থেকে বাদ যায়নি হাসপাতালও। গাজায় ঢুকতে দেয়া হয়নি জ্বালানি, খাদ্যসহ জরুরি পণ্য। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে গাজায় চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতির শেষদিন সোমবার (২৭ নভেম্বর) আরও দুইদিন যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। কমপক্ষে ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল একদিন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | মৃত্যু | ছাড়ালো | ১৫ | হাজার