আর্কাইভ থেকে বাংলাদেশ

আট ক্রিকেটার ফিরেছেন ঢাকায়

আট ক্রিকেটার ফিরেছেন ঢাকায়

দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। প্রথম বহরে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গী হয়েছেন আরো ৭ ক্রিকেটার। দেশে ফিরে মুমিনুল হক জানান, অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন তিনি। সিদ্ধান্ত গ্রহণে সিনিয়র ক্রিকেটারদের কোনো প্রভাব থাকে না। 

আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটারদের বহনকারী বিমান। মুমিনুলের সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, খালেদ আহমেদরা ঢাকা ফিরেছেন। 
বৃহস্পতিবার সকালে ও বিকেলে দু’দফায় ঢাকায় বাকি ক্রিকেটাররা। 

তবে আসছেন না হেড কোচ ডমিঙ্গো ও পেস বোলিং কোচ ডোনাল্ড। তারা ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন।  এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে জয়ের রেকর্ড গড়েন তারা।

তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আট | ক্রিকেটার | ফিরেছেন | ঢাকায়