আর্কাইভ থেকে বাংলাদেশ

ট্রেনের টিকিট পেতে পরিচয়পত্র লাগবে: রেলপথ মন্ত্রী

ট্রেনের টিকিট পেতে পরিচয়পত্র লাগবে:  রেলপথ মন্ত্রী

আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চলবে। বিশেষ ব্যবস্থাপনায় ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি বছর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা কোনেও পরিচয়পত্র ছাড়া দেয়া হবে না টিকিট। জানালেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ বুধবার (১৩ এপ্রিল) রেল ভবনের সম্মেলন কক্ষে এ সব কথা জানান তিনি।

রেলপথমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঈদের সম্ভব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৭ এপ্রিলের টিকিট ২৩ এপ্রিল দেয়া হবে। ২৮ এপ্রিলের টিকিট ২৪ তারিখ। ২৯ এপ্রিলের টিকিট ২৫ তারিখ। ৩০ এপ্রিলের টিকিট ২৬ ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনের | টিকিট | পেতে | পরিচয়পত্র | লাগবে | | রেলপথ | মন্ত্রী