ঢাকা-কক্সবাজার রুটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী একটি ট্রেন এক হাজার ২০ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার রেল স্টেশন থেকে ছেড়ে বেলা ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটি ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।
শুক্রবার (১ ডিসেম্বর) কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি জানান,কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির রাজধানী ঢাকা যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। এক সপ্তাহ আগে থেকে অনলাইন ও অফলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেসে ২০ বগিতে আসন সংখ্যা ৭৮০টি। চাহিদা বাড়লে বগিও বাড়ানো হবে।
গোলাম রব্বানী আরও জানান, কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের এক হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।
এদিকে, স্বপ্নের ট্রেনে উঠতে এবং সেটি দেখতে সাধারণ নাগরিকদের জন্য রেলস্টেশন খুলে দেওয়ার পর সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন কক্সবাজার রেলস্টেশনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তেই থাকে। পূর্ব-ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রির কার্যক্রম শুরু হলেও এরই মধ্যে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-দোহাজারি রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।