জলবায়ু বিষয়ক কপ ২৮তম সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিলিত হয়েছেন প্রায় ২০০ টি দেশের সরকার এবং রাষ্ট্র প্রধান।সম্মেলনে বিশ্বনেতারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের অগ্রগতি মূল্যায়ন করবেন।
সম্মেলনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস উদ্বোধনী ভাষণ দেন। এসময় তিনি বলেন,‘যখন দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা আমাদের বৈশ্বিক উষ্ণতা নিয়ে সতর্ক করে আসছেন ,সেই মুহুর্তে আমি আমার অন্তঃস্থল থেকে প্রার্থনা করি যাতে কপ ২৮ সম্মেলন এই সতর্কতা অনুযায়ী সময়োপযোগী ও গুরুত্বপূর্ন আরও একটি পদক্ষেপ যেনো গৃহীত হয়।’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন,‘জীবাশ্ম জ্বালানীর নল দিয়ে আমরা আগুনে পুড়তে থাকা একটি গ্রহকে রক্ষা করতে পারব না……আমরা যদি পুরোপুরি সব জীবাশ্ম জ্বালানী পোড়ানো বন্ধ করতে পারি,তাহলেই কেবল ১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার সীমা ধরে রাখা সম্ভব।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা তার ভাষণে বলেন “কোন দেশই একা তার সমস্যার সমাধান করতে পারবে না। আমি সবার প্রতি কৃতজ্ঞ,যে আমরা দেশের সীমানা পেরিয়ে একসঙ্গে কাজ করছি। ব্রাজিল এক্ষেত্রে মডেল রাষ্ট্র হিসেবে নেতৃত্ব দিতে আগ্রহী।
এসময় তিনি আরও বলেন, বিশ্ববাসী এরইমধ্যে নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে।এখন সময় হয়েছে কার্বন নিঃসরণ কমানো প্রক্রিয়ার ধীর গতি নিয়ে কথা বলার।
পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে নির্ভরশীলতা কমিয়ে সাশ্রয়ী অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এটি জরুরী ভিত্তিতে ও সঠিক উপায়ে অবশ্যই করতে হবে।
প্রসঙ্গত,২৯ নভেম্বর থেকে শুরু হওয়া কপ ২৮ সম্মেলন আসছে ১২ ডিসেম্বর শেষ হবে।