আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূকম্পন, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূকম্পন, সুনামি সতর্কতা জারি
ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরে সুনামি সতর্কর্তা জারী করা হয়েছে। ফিলিপাইনের পাশাপাশি সুনামি সতর্কতা জারী করা হয়েছে জাপানের দক্ষিন পশ্চিম উপকূলে। শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৮-৩৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল, দেশটির মিন্দানাও দ্বীপের ৩২ দশমিক ৮ কিঃমিঃ গভীরে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সংস্থা ইউ এস জিএস। ফিলিপাইন সিসমোলজিক এজেন্সি জানায়,মধ্যরাতের মধ্যে সুনামি ফিলিপাইন উপকূলে আঘাত হানতে পারে। যা ঘণ্টাব্যাপি চলমান থাকতে পারে। সুরিগাও ডেল সুর ও ডাভো ওরিয়েন্তাল প্রদেশ থেকে জনসাধারণকে দ্রুত অন্য দ্বীপে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। আমেরিকার সুনামি সতর্কতা সিস্টেম জানায়, ৩ মিটার উচু সুনামি ঢেউ ফিলিপাইন উপকূলে আঘাত হানতে পারে। এইদিকে জাপানের উপকূলে এক মিটারের বেশি উচু সুনামি ঢেউ রাত দেড়টা নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় টিভি চ্যানেল এনএইচকে। ইউএসজিএস আরও জানায়, প্রথম ভূমিকম্পের পরে আরও ৮ বার আফটার শকে কেপে উঠেছে ফিলিপাইন। প্রতিটি আফটার শক ছিল মাঝারি মাত্রার ভূকম্পনের সমান। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিপাইনে | ৭৬ | মাত্রার | ভূকম্পন | সুনামি | সতর্কতা | জারি