আর্কাইভ থেকে বাংলাদেশ

হাওরের ধান নষ্ট হলে বাড়বে চালের দাম

হাওরের ধান নষ্ট হলে বাড়বে চালের দাম


হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। আর এজন্য বিরোধী দলসহ সবাই তখন খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে। বললেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিআইসির বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলবো। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও কথা বলা হবে।

মন্ত্রী আরও বলেন, হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

তাসনিয়া রহমান

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হাওরের | ধান | নষ্ট | হলে | বাড়বে | চালের | দাম