আর্কাইভ থেকে বাংলাদেশ

হাওরের নদ-নদীর পানি বাড়ছে, ফসলডুবির শঙ্কা

হাওরের নদ-নদীর পানি বাড়ছে, ফসলডুবির শঙ্কা

পাহাড়ি ঢলে ফের বাড়ছে কিশোরগঞ্জ হাওরের নদ-নদীর পানি। সেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এ অবস্থায় ফসলডুবির শঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত ধান কাটার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ভারতের মেঘালয় ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হওয়ায় বাড়ছে পাহাড়ি ঢল। উজানের ঢলে দ্রুত বাড়ছে কিশোরগঞ্জের হাওরের পানি। বিপৎসীমার কাছাকাছি মেঘনা, ধনু, কালি ও কুশিয়ার নদ-নদীর পানি।

দুই সপ্তাহ আগে উজানের ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের প্রায় ৮০০ হেক্টর জমির ধান। দ্বিতীয় দফায় জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় কাঁচা-পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষক।

স্থানীয় কৃষকরা বলছেন, এই সময়ে বাঁধগুলো রক্ষা না করা গেলে পানিতে তলিয়ে যাবে পুরো হাওরের বোরো ধান।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবাইকে সর্বাধিক অগ্রাধিকার সহকারে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার নির্দেশনা দেয়া হলো।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক নিজের ফেইসবুক আইডি থেকে হাওরবাসীকে দ্রুত ধান কাটার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাসে দিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলায় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৬৯ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর অঞ্চলেই ১ লাখ ৩ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন হাওরের | নদনদীর | পানি | বাড়ছে | ফসলডুবির | শঙ্কা