আর্কাইভ থেকে ক্রিকেট

‘বেশি তথ্য দিতে চাই না, নিউজিল্যান্ড দল শুনবে’

‘বেশি তথ্য দিতে চাই না, নিউজিল্যান্ড দল শুনবে’
সিলেটে প্রথম টেস্ট জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলায় সেই লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও কি একই ছকে খেলবে বাংলাদেশ? এমন প্রশ্নটা শুনে হেসে দিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপর বললেন, ‘বেশি তথ্য দিতে চাই না। কারণ, নিউজিল্যান্ড দল হয়ত শুনবে বা পড়বে।’ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরু জানান, ‘আমাদের সমন্বয় কেমন হবে, তা উইকেটের ওপর নির্ভর করবে এবং অবশ্যই আমাদের শক্তিমত্তার ওপর, ওদের সীমাবদ্ধতার ওপর। সিলেটে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, পুরো পাঁচ দিনই। আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সেখানে যে সমন্বয় সাজিয়েছি, তা সিলেটের কন্ডিশন অনুযায়ী সাজিয়েছি।’ মিরপুরেও বাংলাদেশ সিলেট টেস্টের কৌশলেই খেলবে, সেই ইঙ্গিত পাওয়া যায় টাইগার কোচের পরের কথায়, ‘মিরপুরে উইকেট কেমন হবে, তা আপনি এখানে দুই সেশন না খেলা পর্যন্ত বুঝতে পারবেন না। এই মাঠে অনেক খেলা হয়। আমার মনে হয় না, বিশ্বের কোথাও একই ভেন্যুতে এত খেলা হয়। অনুমান করা কঠিন হবে। আমরা খুব বেশি পরিবর্তন করতে চাইব না।’

এ সম্পর্কিত আরও পড়ুন বেশি | তথ্য | চাই | নিউজিল্যান্ড | দল | শুনবে