অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, র্যাবের পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে চট্টগ্রামের আরআরএফে, র্যাব অধিনায়ক মো. মারুফ হোসেনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে, র্যাব পরিচালক মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটে, র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ এর কার্যালয়ে), হাইওয়ে পুলিশের মো. আতিকুর রহমান মিয়াকে পরিচালক র্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নয়মুল হাসানকে পরিচালক র্যাবে বদলি করা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আই/এ