আর্কাইভ থেকে এশিয়া

রাম মন্দির উদ্বোধনে আম্বানি-আদানি-টাটা-শচীন-অমিতাভসহ ৭ হাজার অতিথি

রাম মন্দির উদ্বোধনে আম্বানি-আদানি-টাটা-শচীন-অমিতাভসহ ৭ হাজার অতিথি
লোকসভা ভোটের আগেভাগেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের। ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সাজসাজ রব অযোধ্যায়। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। তালিকায় কারা রয়েছেন? রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত ভারতরত্ন ক্রিকেটার শচীন টেন্ডুলোর, বর্তমান ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলি তারকা অমিতাভ বচ্চন, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ রাম অরুণ গোভিল এবং সীতা দীপিকা চিখিলিয়াসহ আরও অনেকে। রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গেছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত সাত হাজারের বেশি। এর মধ্যে তিন হাজার ভিআইপি। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল। এছড়াও ২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত মন্দিরে উপস্থিত থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর চার হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ‘৫০টি দেশের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মৃত ৫০ জন করসেবকের পরিবারের সদস্যরাও আমন্ত্রিত। এছাড়াও বিচারপতি, বিজ্ঞানী, সাংবাদিক, কবিরা উপস্থিত থাকবেন পবিত্র দিনের বিশেষ অনুষ্ঠানে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাম | মন্দির | উদ্বোধনে | আম্বানিআদানিটাটাশচীনঅমিতাভসহ | ৭ | হাজার | অতিথি