আর্কাইভ থেকে আবহাওয়া

ঢাকায় শীত আসতে বাকি আরও কিছুদিন

ঢাকায় শীত আসতে বাকি আরও কিছুদিন
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত দুই দিন সারাদেশেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ঠাণ্ডা অনুভূত হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। জলীয় বাষ্পের পরিমাণ কমার পর শীত অনুভূত হবে। এ মাসের মাঝামাঝি সময় থেকে শীত অনুভূত হতে পারে। রাজধানী ঢাকায় এই সময়ে তাপমাত্রা কমলেও শীত ততটা অনুভূত হবে না। জানালো আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা ৬ টা থেকে সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে (১ ডিগ্রি সেলসিয়াসের কম)। অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগের সৈয়দপুরে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | শীত | আসতে | বাকি | আরও | কিছুদিন