আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি ও সমমনা দলগুলো মানববন্ধন কর্মসূচি পালন করবে আজ। রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আজ এসব মানববন্ধন করবে দলগুলো।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। গণতন্ত্র মঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন অফিস সামনে তাদের কর্মসূচি পালন করবে। ১২ দলীয় জোট মানববন্ধন করবে বিজয় নগর পানির ট্যাংক সামনে। এদিন বেলা ১১টায় শুরু হবে তাদের মানববন্ধন।
জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে মানববন্ধন করবে। একই সময়ে এলডিপি মানববন্ধন করবে জাতীয় প্রেসক্লাবের সামনে। আর গণফোরাম ও পিপলস পার্টি মানববন্ধন করবে হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে।
বিজয় নগর পানির ট্যাংক মোড়ে বেলা ১১টায় মানববন্ধন করবে গণঅধিকার পরিষদ। একই সময়ে গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে এ কর্মসূচি পালন করবে তারা। ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ পুরানা পল্টনের দলীয় অফিস সামনে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করবে।
লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডের মেহরাব প্লাজার সামনে মানববন্ধন করবে। এবি পার্টি করবে বিকেল ৩টায় বিজয় নগরের বিজয় চত্বর ৭১ হোটেল সামনে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায়।
এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বেলা ১১টায় মানববন্ধনে অংশ নেবে