বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির স্কোর ২৩৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
রবিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রকাশিত বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।
আজ দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনের চেংডু। শহরটির স্কোর ২০৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানেরই আরেক শহর করাচি রয়েছে চতুর্থ স্থানে রয়েছে। শহরটি স্কোর ২০২, বায়ু মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
অপরদিকে ১৯৬ স্কোর নিয়ে কুয়েত সিটি পঞ্চম স্থানে, স্কোর ১৯১ নিয়ে ষষ্ঠ স্থানে ভারতের দিল্লি, স্কোর ১৮৪ নিয়ে সপ্তম স্থানে চীনের উহান, স্কোর ১৮৩ নিয়ে অষ্টম স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৭৮ নিয়ে নবম স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, স্কোর ১৭৬ নিয়ে দশম স্থানে রয়েছে কাতারের দোহা।
দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।