আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে সব প্রাপ্তবয়স্কের ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ বাইডেনের

যুক্তরাষ্ট্রে সব প্রাপ্তবয়স্কের ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ বাইডেনের

আগামী পয়লা মে'র মধ্যে সব প্রাপ্তবয়স্কের করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে সব অঙ্গরাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে চার জুলাইয়ের আগে দেশকে করোনামুক্ত করার পরিকল্পনা করেছেন তিনি। বাইডেন বলেন, টিকা দেওয়া হলে চার জুলাই মার্কিনীদের ছোট আকারে মিলিত হওয়ার সুযোগ তৈরির ভালো সম্ভাবনা আছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মহামারি নিয়ে জাতির উদ্দেশ্যে নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে সব প্রাপ্তবয়স্কের টিকা নিশ্চিতের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা মহামারির বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরতেই এ পরিকল্পনা বলে জানান তিনি। তবে এমন দিনে বাইডেন ভাষণ দিলেন যখন এক বছর আগে কোভিড-নাইনটিনকে মহামারি ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাষণে বাইডেন বলেছেন, চার জুলাইয়ের মধ্যে একসঙ্গে সব প্রাপ্ত বয়স্কের টিকা নিশ্চিত করতে পারলে আপনার নিজের, পরিবারের ও বন্ধুদের স্বাধীনতা দিবস উদযাপনে মিলিত হওয়ার ভালো সুযোগ আছে।

বাইডেন জানান, করোনার টিকার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। টিকা কার্যক্রম ঠিকভাবে চললে বাইডেনের হোয়াইট হাউজে প্রবেশের একশ দিন শেষ হওয়ার পরই স্কুল খুলে দেওয়া হবে। সঠিকভাবে টিকা প্রয়োগ হলে চার জুলাই স্বাধীনতা দিবস উদযাপনে ছোট আকারের সমাবেশেরও অনুমতি দেওয়া হবে। 

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয় বরং করোনা ভাইরাস থেকেই স্বাধীনতা অর্জনের জন্য সক্ষম হবে তার দেশ।

এর আগে, কংগ্রেসে পাশ হওয়া এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের করোনা প্রণোদনা প্যাকেজে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে বেকারদের অর্থনৈতিক সহায়তাসহ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে ব্যয় হবে বলে জানান জো বাইডেন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | প্রাপ্তবয়স্কের | ভ্যাকসিন | নিশ্চিতের | নির্দেশ | বাইডেনের