আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ : মুরসালিন হত্যা মামলায় অজ্ঞাত ১৫০ আসামি

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ : মুরসালিন হত্যা মামলায় অজ্ঞাত ১৫০ আসামি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় নুর মোহাম্মদ মামলাটি দায়ের করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে মোরসালিনের মৃত্যুর ঘটনায় তার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাহিদের মামলার মতো এই মামলার আসামিরাও অজ্ঞাত। বাদী মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেনি।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে মুরসালিনের মরদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে। ঢামেক হাসপাতাল মর্গ সূত্রে জানা যায়, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মুরসালিনের মৃত্যু হয়েছে।

মুরসালিন কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মুরসালিন দ্বিতীয়। এছাড়া মুরসালিন এক ছেলে ও এক মেয়ের জনক।

এ সম্পর্কিত আরও পড়ুন নিউমার্কেট | এলাকায় | সংঘর্ষ | | মুরসালিন | হত্যা | মামলায় | অজ্ঞাত | ১৫০ | আসামি