আর্কাইভ থেকে ফুটবল

ফিফার বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে এগিয়ে যে তিনজন

ফিফার বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে এগিয়ে যে তিনজন
২০২৩ সালের বর্ষসেরা তিন গোলরক্ষকের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা হলেন মরক্কো ও আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো, বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং ব্রাজিল ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। এই তিন জনের মধ্যে থেকে ভোটাভুটি শেষে একজনকে দেওয়া হবে ‘ফিফা দ্য বেস্ট গোলকিপার’ অ্যাওয়ার্ড। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই তালিকা তৈরি করা হয়েছে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত গোলরক্ষকদের পারফরম্যান্সের ভিত্তিতে। এর আগে সর্বশেষ ২০২২ সালে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ও কাতার বিশ্বকাপ জয়ে অনেক বড় অবদান ছিলো তার।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিফার | বর্ষসেরা | গোলরক্ষকের | দৌড়ে | এগিয়ে | তিনজন