আর্কাইভ থেকে দেশজুড়ে

আওয়ামী লীগের এনামুল হকের মনোনয়নপত্র অবৈধ

আওয়ামী লীগের এনামুল হকের মনোনয়নপত্র অবৈধ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মণ্ডলের প্রার্থিতা বাতিলের আবেদন মঞ্জুর করেছে ইসি। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঋণখেলাপির দায়ে আপিল শুনানি শেষে বাবুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার এ রায়ের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের আরেক প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সুকৃতি কুমার মণ্ডল। সেই আপিলের শুনানির শেষে আজ তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে ইসি। তবে ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনামুল হকের আইনজীবী হারুনুর রশিদ খান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চতুর্থ দিনের মতো চলছে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ইসির শুনানির প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২ জনের প্রার্থিতা বাতিল ও ছয়টির ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন, বাতিল হয়েছে ৪১ জনের। তৃতীয় দিনের শুনানি শেষে যে ৬১ জন মনোনয়নপত্র ফিরে পেয়েছেন, তাদের মধ্যে ৩০ জনই স্বতন্ত্র। বাকিরা বিভিন্ন দলের প্রার্থী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগের | এনামুল | হকের | মনোনয়নপত্র | অবৈধ