দেশজুড়ে

ছোট বোনের পর মারা গেলেন বড় বোন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ উপজেলার চরমনসা এলাকায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্মীপুরের আগুনের ঘটনায় স্মৃতি (১৭) ও তার বোন সায়মা আক্তার বিথী (১৩)-কে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। অন্যদিকে বিথীর হাত ও পায়ের সামান্য অংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে, গেল ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে আগুন দেয় বলে অভিযোগ ওঠে। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায় এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে বিথী দগ্ধ হন।

বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং স্মৃতি ও বিথীকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করেন।

এদিকে ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে প্রথমে দরজায় তালা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়।
তদন্তকালে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ তল্লাশি করে তিনটি তালা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে।

তবে পেট্রল ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আয়েশা আগুনে পুড়ে মারা যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লক্ষ্মীপুরে #বিএনপি নেতা #বাড়িতে অগ্নিসংযোগে #মৃত্যু