আর্কাইভ থেকে এশিয়া

হামাসের হামলায় কর্নেলসহ ১০ ইসরায়েলি সেনা নিহত

হামাসের হামলায় কর্নেলসহ ১০ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের  গুপ্ত হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্নেলসহ ১০ সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সিনিয়র কমান্ডারসহ বেশ কয়েকজন অফিসার হামাসের ওই হামলায় নিহত হয়েছে।এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা দাঁড়াল ১১৫। তবে হামাদের দাবি, গাজায় স্থল অভিযানে আরো বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়,মঙ্গলবার (১২ ডিসেম্বর) শেজাইয়ার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়।  এটিই ছিল গাজায় ইসরাইলি সৈন্যদের প্রবেশের পর সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়,বুধবার নিহতদের মধ্যে রয়েছে গোলানি ব্রিগেডের কমান্ডার্স টিমের প্রধান কর্নেল আইজ্যাক বেন বাসাত(৪৪)গোলানি ব্রিগেডের ১৩ তম ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল তোমার গ্রিনবার্গ(৪৫),১৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর রোই মেলদাসি(২৩); গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর মোশে আভরাম বার অন(২৩);৫১তম ব্যাটালিয়নের সার্জেন্ট অ্যালোনি (১৯); ইসরাইলি বিমান বাহিনীর ৬৬৯ ইউনিটের স্কয়াড কমান্ডার মেজর বেন শেলি (২৬),ইউনিট ৬৬৯-এর সার্জেন্ট ফার্স্ট রম হেচট(২০)। এছাড়া গাজায় পৃথক হামলায় স্টাফ সার্জেন্ট ওরিয়া ইয়াকুব(১৯)নিহত হয়েছেন।এছাড়া আরো তিন সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। প্রসঙ্গত, আলজাজিরার প্রতিবেদন অনুযায়ি আল আকসা মসজিদের অপবিত্রতা এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে চলতি বছরের ৭ অক্টোবর স্থল, আকাশ ও সমুদ্রপথে তারা নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ ১৬ বছর ধরে গাজায় অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, গত বছর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীরের শহরগুলোতে সামরিক অভিযান দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখণ্ডে  ইসরায়েলের  অবৈধ বসতি বৃদ্ধিসহ নানা বিষয়ে ক্ষুব্ধ হয়ে রকেট হামলা চালায় হামাস। আর এর জবাবে বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল। হামাসের হামলায় দেশটির ১ হাজার ২০০ জন বেসমারিক নিহত হন। সেদিন ইসরায়েলের ২৪০ জনকে জিম্মিও করে হামাস। হামাসের হামলার প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজার ১৮ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এ সম্পর্কিত আরও পড়ুন হামাসের | হামলায় | কর্নেলসহ | ১০ | ইসরায়েলি | সেনা | নিহত