আর্কাইভ থেকে জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিগন্তে যখন উঁকি দিচ্ছে, বিজয়ের রাঙা সূর্য, ঠিক তখনই বাঙালী জাতিকে মেধাশূন্য করার এক নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞে মেতে ওঠে তৎকালীন পশ্চিম পাকিস্তান। তখন বিভিষিকাময় রাত পাড়ি দিয়েছিলো গোটা বাংলাদেশ। জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে পাকিস্তানি হানাদার ও এদেশের রাজাকার আলবদররা মিলে ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট নামে পাশবিক অভিযান চালায়। গণহত্যা চালায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান বাহিনী যখন বুঝতে পারে তাদের পক্ষে যুদ্ধে জেতা আর সম্ভব নয়। তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও দেশীয় দোসররা। যারা বাংলাদেশের ভবিষ্যৎ মেধা হতে পারতো, এমন কিছু মানুষদের তুলে বদ্ধভূমিতে নিয়ে হত্যা করা হয়। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী দিবস নামে লেখা রয়েছে। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত মরদেহ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের মরদেহ পাওয়া যায়নি। অনেকের মরদেহ শনাক্তও করা যায়নি। ১৪ই ডিসেম্বর সে রাতে ঢাকায় দুইশোরও বেশি বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সেলিনা পারভীন, কবি মেহেরুন্নেসা, ডাঃ আয়েশা, গীতিকার ও সরকার আলতাফ মাহমুদ, অধ্যাপক মুনীর চৌধুরী, লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের মতো দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা হয়তো আজ নেই। তবে এই জাতি আজও লালন করছে তাঁদেরই আদর্শ। প্রায় অর্ধ শতক পর শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির অংশ হিসেবে সরকার ২০২০ সালে প্রাথমিকভাবে এক হাজার ২২২ জনের একটি তালিকা করে। নির্মম ওই হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর এই দিনটিতে বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যাকান্ডের নির্মমতা স্মরণে রাজধানী ঢাকায় রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরেও জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের।    

এ সম্পর্কিত আরও পড়ুন শহীদ | বুদ্ধিজীবী | দিবস | আজ