আর্কাইভ থেকে বাংলাদেশ

সোমালিয়ায় রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ৬

সোমালিয়ায় রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ৬

সোমালিয়ার একটি রেস্তোরাঁয় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এর হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।

আজ শনিবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী মোগাদিসুর সমুদ্রতীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে  দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনের জানা যায়।

ওই কর্মকর্তা জানান, পেসকাটোর সীফুড রেস্তোরাঁটি সম্প্রতি শহরের দক্ষিণে খোলা হয়েছিল। নিরাপত্তা এবং সরকারী কর্মকর্তারা সেখানে ঘন ঘন আসতেন।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে হামলার ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনার পর এর দায় স্বীকার করেছে আল-শাবাব।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তারা মুরতাদ সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং রাজনীতিবিদদের টার্গেট করছে।

আল-শাবাব আরেক জঙ্গি সংগঠন আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। তারা দেশটিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মোগাদিসুতে প্রায়ই হামলা চালায়।
দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান জানান, নিহত ছয়জনই বেসামরিক নাগরিক এবং আরও সাতজন আহতকে হাসপাতালে নিয়ে এসেছেন।

সোমালিয়ার পুলিশ কমিশনার-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ওই রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে তারা ছিলেন- এমন সম্ভাবনা নেই।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন সোমালিয়ায় | রেস্তোরাঁয় | জঙ্গি | হামলায় | নিহত | ৬