আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউমার্কেট সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিউমার্কেট সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকালে এ রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গেলো শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় রাজধানীর ধানমন্ডি থেকে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি  মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

উল্লেখ্য, গেলো সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে আবারও দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় দু'জনের প্রাণহানি ঘটে।  
 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন নিউমার্কেট | সংঘর্ষ | মকবুলকে | ৭ | দিনের | রিমান্ডে | চায় | পুলিশ