আর্কাইভ থেকে জাতীয়

আওয়ামী লীগের শামীমের প্রার্থিতা বাতিল, স্বতন্ত্র প্রার্থী আজাদের বহাল

আওয়ামী লীগের শামীমের প্রার্থিতা বাতিল, স্বতন্ত্র প্রার্থী আজাদের বহাল
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপরকে তার বিরুদ্ধে অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন। নৌকার প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তার করা সেই আপিল মঞ্জুর করেছে ইসি। আর স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। এমন অভিযোগ করে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের জন্য এ কে আজাদের পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়া শুক্রবার আপিল আবেদন জমা দেন। রিটার্নিং অফিসারের কাছে শামীম হকের মনোনয়ন বাতিলের জন্য যুক্তি হিসেবে তার নেদারল্যান্ডসের পাসপোর্টের ফটোকপি প্রমাণস্বরূপ উপস্থাপন করে আইনি ব্যাখ্যা তুলে ধরে আইনজীবী গোলাম কিবরিয়া। এ কে আজাদের পক্ষের আইনজীবী বলেন, ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের আইনজীবী একটি অভিযোগ দাখিল করেন যে, এ কে আজাদ আমেরিকারও নাগরিক। আজ কমিশন শুনানিতে শামীম হকের আইনজীবীর কাছে জানতে চায় তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কি না। জবাবে তারা বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। পরে তথ্য প্রমাণ না থাকায় এ কে আজাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেয় ইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগের | শামীমের | প্রার্থিতা | বাতিল | স্বতন্ত্র | প্রার্থী | আজাদের | বহাল