আর্কাইভ থেকে জাতীয়

‘দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হলে ১৭ ডিসেম্বরের পর ব্যবস্থা’

‘দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হলে ১৭ ডিসেম্বরের পর ব্যবস্থা’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  যেসব দলীয় নেতা স্বতন্ত্র  হিসেবে  মনোনয়নপত্র জমা দেওয়ার পর  তা প্রত্যাহার করেননি আসছে রোববারের (১৭ ডিসেম্বর) পর তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের মনোনয়নবঞ্চিত নেতা–কর্মীদের স্বতন্ত্র নির্বাচনের সবুজ সংকেত দিয়েছিল আওয়ামী লীগ।এরই পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে মোট ৭৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এরমধ্যে আওয়ামী লীগের নেতা–কর্মীই ৪৪২ জন। যাচাই বাছাই শেষে  আওয়ামী লীগের ২৪৮ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত ভোটের মাঠে টিকে আছেন। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাঁরা নির্বাচন কমিশনে এরই মধ্যে আপিল করেছেন।  আপিলে জয়লাভ করলে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের সংখ্যা আরো বেড়ে যাবে।একারণে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তিতে আছে আওয়ামী লীগ।দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রেষারেষি ও সংঘাতের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ হাই কমান্ড সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থিদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। এই সময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে, কারা নির্বাচনে থাকবেন কারা থাকবেন না। এবিষয়ে আওয়ামী লীগ  সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান গণমাধ্যমকে বলেছেন,‘মনোনয়ন বোর্ড একজনকে মনোনয়ন দিয়েছে। অনেকে স্বতন্ত্র হয়েছেন। অতীতেও এমন হয়েছে। দল থেকে নির্দেশনা যাবে উইথড্র করতে। যাকে যাকে উইথড্র করতে বলা হবে তারা না করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭’র ১১ ধারা অনুযায়ী, নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ালে সরাসরি বহিষ্কার হবেন। প্রার্থী না হয়ে কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলেও বহিষ্কার হবেন তিনি। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন দলীয় | নেতারা | স্বতন্ত্র | প্রার্থী | হলে | ১৭ | ডিসেম্বরের | ব্যবস্থা