আর্কাইভ থেকে বাংলাদেশ

`৬৫ বছর হলেই যেতে পারবেন না হজে '

`৬৫ বছর হলেই যেতে পারবেন না হজে '

আগে নিবন্ধন করেছেন কিন্তু বর্তমান বয়স ৬৫ পার হয়েছে এমন ব্যক্তিরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় প্রতিবছর কয়েক মাস সময় পাওয়া যায়, কিন্তু এবার খুবই কম সময় পাওয়া যাবে। তাই সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গেলো ১৩ এপ্রিল ফরিদুল হক জানান, হজে যাওয়ার জন্য আগে যারা নিবন্ধন করেছেন, তারা হজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

দীর্ঘ দুই বছর পর করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। 

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানায়, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেয়া থাকতে হবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন `৬৫ | বছর | হলেই | যেতে | পারবেন | হজে |