আর্কাইভ থেকে আন্তর্জাতিক

কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা
কুয়েতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করেছে দেশটি। শনিবার (১৬ ডিসেম্বর)  কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। নতুন আমিরের দায়িত্ব পাওয়া  ৮৩ বছর বয়সি মিশালও এখন বৃদ্ধ হয়ে গেছেন।  ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এদিকে কুয়েতের আমিরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরই গালফ অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। ওই অঞ্চলের অনেক দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ওই সময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন সদ্য প্রয়াত আমির। উল্লেখ্য, ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি প্রত্যাশিত ছিল  

এ সম্পর্কিত আরও পড়ুন কুয়েতের | নতুন | আমিরের | নাম | ঘোষণা