আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নেই—এ সময়ে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতে রয়েছে আনুমানিক ৪৫ দিন। এই সময়ের মধ্যে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে বিজিবিকে এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে দেশবাসী একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার পায়। নির্বাচনকে সফল করতে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবির বীরত্ব ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ এবং আহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যবাহী বাহিনী, যা বর্তমানে ত্রিমাত্রিক ভূমিকা—সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই মাদক, চোরাচালান বা অবৈধ পণ্য সীমান্ত দিয়ে প্রবেশ বা পাচার হতে দেওয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। মাদক বা চোরাকারবারের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও কল্যাণ—এই তিনটি বিষয় একসঙ্গে এগিয়ে নিতে হবে। অধীনস্থ সদস্যদের কল্যাণ ও সমস্যার দিকে নজর রেখে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্ত দিয়ে অপরাধী বা সন্ত্রাসীরা যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে ‘চেইন অব কমান্ড’-এর প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাতের কারণে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণার পর বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়। পরে ২৯ ডিসেম্বর বিজিবি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএ//