আর্কাইভ থেকে এশিয়া

গাজায় ধ্বংসস্তূপে নিখোঁজ ৮ হাজার মানুষ

গাজায় ধ্বংসস্তূপে নিখোঁজ ৮ হাজার মানুষ
আকাশপথে ইসরায়েলি হামলায় আজও উত্তর গাজ়া স্ট্রিপের জাবালিয়া এলাকায় কমপক্ষে ১৪ জন সাধারণ মানুষের প্রাণ গেছে। অনেকে আহত হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। গাজ়ার হামাস পরিচালিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৮ হাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ। মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও মৃতদের মধ্যে ৭০ শতাংশ মহিলা এবং শিশু। ইসরায়েলের সেনা দাবি করেছে, গাজ়ার দুটি স্কুলে ঘাঁটি গেড়েছিল হামাস। তাদের হত্যা করা হয়েছে। একটি স্কুলের কাছে শুক্রবার গুরুতর আহত হন কাতারের এক সংবাদ সংস্থার গাজ়া ব্যুরোর প্রধান ওয়ায়েল দাহদু ও চিত্রসাংবাদিক সামের আবুদাকা। সামেরের মৃত্যু হয়েছে। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ইসরায়েলে গিয়ে বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন আর খোয়াতে না চাইলে, তারা যেন যুদ্ধের তীব্রতা কমায় ও শুধুমাত্র হামাস নেতাদেরই নিশানা করে। যদিও তার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ দিকে, গাজ়ার শেজাইয়া অঞ্চলে স্থল-অভিযান চালানোর সময়ে হামাসের হাতে বন্দি তিন ইজ়রায়েলিকে ভুলবশত ‘বিপজ্জনক’ মনে করে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | ধ্বংসস্তূপে | নিখোঁজ | ৮ | হাজার | মানুষ