আর্কাইভ থেকে বাংলাদেশ

৫ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়ায় আটক

৫ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়ায় আটক


অবৈধভাবে ইউরোপে যাবার প্রস্তুতির সময় ৫৩২ বাংলাদেশিকে লিবিয়ার ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসারাতা থেকে আটক করা হয়েছে। গেলো শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন। 

অভিবাসন নিয়ে কাজ করা সংস্থাটির টুইটে এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশ করে। জারিখ উপকূল থেকে নৌকাযোগে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল এই অভিবাসন প্রত্যাশীদের। তার আগেই লিবিয়ার পুলিশ আটক করে তাদের।

সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে প্রাণহানির ঘটনা বেড়েছে। এই অবৈধ অভিবাসীদের দলে বাংলাদেশিদের থাকার খবর আগেও এসেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মানব পাচারকারীরা ইউরোপের উন্নত জীবনের লোভ দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।

অনন্যা চৈতি

 

এ সম্পর্কিত আরও পড়ুন ৫ | শতাধিক | বাংলাদেশি | অভিবাসনপ্রত্যাশী | লিবিয়ায় | আটক