আর্কাইভ থেকে দেশজুড়ে

মাথা গোঁজার ঠাঁই পেলেন ৬৯৪টি গৃহহীন পরিবার

মাথা গোঁজার ঠাঁই পেলেন ৬৯৪টি গৃহহীন পরিবার

মাথা গোঁজার ঠাঁই পেলেন গাইবান্ধায় ৬৯৪টি গৃহহীন পরিবার । মুজিব বর্ষে দেশের গৃহহীনদের বাড়ি ও ভুমিহীনদের জমি দেওয়া ঘোষনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে সারাদেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য নির্মিত গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর মধ্য গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগী সদর উপজেলার ৪২টি পরিবারের মধ্যে দুই শতক জমির দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি হস্তান্তর করেন। এছাড়া ছয়টি উপজেলায় নিজ নিজ পরিষদের হলরুমে উপকারভোগীদের মাঝে  এসব হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য , আওয়ামীলীগ নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ উপকারভোগীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধিজন ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মাথা | গোঁজার | ঠাঁই | পেলেন | ৬৯৪টি | গৃহহীন | পরিবার