আর্কাইভ থেকে জাতীয়

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার সুযোগ নেই : ইসি আলমগীর

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার সুযোগ নেই : ইসি আলমগীর
জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার কোনো সুযোগ নেই। একটা জিনিস বুঝতে হবে,যার হাতে অস্ত্র থাকে তাকে ম্যাজিস্ট্রেসি দেয়ার সুযোগ নেই। বিচার এবং অস্ত্র একসঙ্গে থাকতে পারে না। বললেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মোঃ আলমগীর। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজে নির্বাচন সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক চাপ নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক কিংবা স্থানীয়ভাবেও না বা সরকারের পক্ষ থেকেও না- কোনো পক্ষ থেকে চাপ নেই। আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি। এ চাপটি হলো আমরা একটি সুষ্ঠু, ন্যায্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি করার জন্য বর্তমানে যে নিয়ম পরিচালিত আছে, আগে থেকে যে নিয়ম পরিচালিত আছে- সেটা অব্যাহত থাকবে। আমরা নতুন করে সেখানে পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলিনি। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সেনাবাহিনীকে | ম্যাজিস্ট্রেসি | পাওয়ার | দেয়ার | সুযোগ | নেই | | ইসি | আলমগীর