আন্তর্জাতিক

১৫ লাখ নতুন কর্মী নেবে আরব আমিরাত ও সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে এই দুই দেশ সম্মিলিতভাবে ১৫ লাখের বেশি অতিরিক্ত কর্মী নিয়োগ আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সফটওয়্যার কোম্পানি সার্ভিসনাউএবং ব্রিটিশ শিক্ষা ও দক্ষতা মূল্যায়ন প্রতিষ্ঠান পিয়ারসন’-এর যৌথ গবেষণায় এই তথ্য জানা গেছে।

গবেষনায় জানা গেছে, সৌদি আরব সরকারের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ভিশন ২০৩০এর প্রয়োজনে আগামী কয়েক বছরে শ্রমশক্তির চাহিদা ১১ দশমিক ৬ শতাংশ বাড়বে।  

অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার আরও দ্রুতগতিতে সম্প্রসারিত হয়ে ১২ দশমিক ১ শতাংশ বাড়বে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আরব আমিরাত #সৌদি আরব #২০৩০ সালের #১৫ লাখের বেশি অতিরিক্ত কর্মী