আর্কাইভ থেকে স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের, হাসপাতালে ২৩৯

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের, হাসপাতালে ২৩৯
সারাদেশে ডেঙ্গু জ্বরে গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ জন মারা গেছে। এর মধ্যে ১ জন ঢাকার এবং ৩ জন ঢাকার বাইরের। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৯ জন। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৭১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে ১৭৪ জন ভর্তি হয়েছেন। এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | প্রাণ | গেলো | আরও | ৪ | জনের | হাসপাতালে | ২৩৯