আর্কাইভ থেকে আন্তর্জাতিক

মার্কিন সামরিক জোটকে মোকাবিলায় প্রস্তত হুথিরা

মার্কিন সামরিক জোটকে মোকাবিলায় প্রস্তত হুথিরা
লোহিত সাগরে হুথিদের সামরিক তৎপরতা বন্ধের বিনিময়ে ইয়েমেনে স্থায়ী শান্তিস্থাপন প্রচেষ্টায় বাধা হয়ে না দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এ মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছি। যুক্তরাষ্ট্র যে ১০টি দেশ নিয়ে জোট করেছে এই জোটকে মোকাবিলা করতেও আমরা প্রস্তুত। বললেন আনসারুল্লাহর পলিটব্যুরোর নেতা আল-বুখাইতি। সোমবার (১৮ ডিসেম্বর) আল-জাজিরাকে আল-বুখাইতি এ সব বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দক্ষিণ লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বহুজাতীয় জোট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মোট ১০টি দেশের সমন্বয়ে এ জোট গঠিত হয়। দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, স্পেন, নরওয়ে, নেদারল্যান্ড, বাহরাইন এবং সিচিলিস। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা একটি আন্তর্জাতিক জোট গঠন করার ব্যবস্থা গ্রহণ করেছি।’ তিনি দাবি করেন, ‘এটি কেবল মার্কিন সমস্যা নয়, একটি আন্তর্জাতিক সমস্যা।’ অস্টিন আরও ঘোষণা দেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অন্যান্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে (হুথিদের) হুমকি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | সামরিক | জোটকে | মোকাবিলায় | প্রস্তত | হুথিরা