আর্কাইভ থেকে বাংলাদেশ

শেখ হাসিনার ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা

শেখ হাসিনার ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বুধবার(২০ ডিসেম্বর)সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরইমধ্যে ৫ বিভাগের ৮ জেলায় প্রধানমন্ত্রীর ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ হাইকমান্ড। মঙ্গলবার (১৯ ডিসেম্বরের) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০ ডিসেম্বর: আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান,প্রতিবারের মতো এবারও হযরত শাহজালাল (রহ.)ও হযরত শাহপরাণ (রহ.)এর মাজার জিয়ারতের পর নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এদিন,সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি ভাষণ দেবেন। ২১ ডিসেম্বর: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। ২৯ ডিসেম্বর: বরিশাল জেলা সদরে ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর: গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ | হাসিনার | ৯টি | নির্বাচনি | জনসভার | তারিখ | ঘোষণা