আর্কাইভ থেকে জাতীয়

সোহেল-নীরবসহ বিএনপির ১৯ নেতাকর্মীর ২ বছরের কারাদণ্ড

সোহেল-নীরবসহ বিএনপির ১৯ নেতাকর্মীর ২ বছরের কারাদণ্ড
বিএনপি কেন্ত্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল,যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৯ নেতাকর্মীর প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও তাদের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বুধবার (২০ ডিসেম্বর)তাদের কারাদণ্ডাদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এর বিচারক মইনুল ইসলাম। কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন- স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান,ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব, আরিফুল হক আরিফ, খন্দকার এনামুল হক এনাম, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম, আলমগীর কবীর,  সাইদুর রহমান খোকন, কামাল হোসেন সুমন,  আব্দুল্লাহ আল মামুন, সোবহান মিয়া, রাজীব আহসান, আবুল কালাম আজাদ, মো আলমগীর হোসেন ও  আব্দুস সালাম (পিতা কফিল উদ্দিন)। আসামিদের মধ্যে সাইফুল ইসলাম নীরব আদালতে উপস্থিত ছিলেন। কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মজনুকে আদালতে হাজির দেখানো হয়। এই দুজনকে আদালত সাজা পরোয়ানা ইস্যু করেছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসঙ্গত,২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ সমাবেশ করে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করলে পল্টন থানায় মামলা করা হয়। মামলায় বিএনপির ১৯ নেতাকর্মী ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে ৪৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালে আসামি শফিউল বারী বাবু মৃত্যুবরণ করেন। তাকে অব্যাহতি দেওয়া হয়।  অন্য ২৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেন আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন সোহেলনীরবসহ | বিএনপির | ১৯ | নেতাকর্মীর | ২ | বছরের | কারাদণ্ড