আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা লুট

ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা লুট

ঈদে ২৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব পথে প্রায় যাত্রী হতে পারে ৬০ কোটি ট্রিপ । যার ফলে আট হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া পরিবহণ মালিক-শ্রমিক ও চাঁদাবাজেরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদে ৪০ কোটি ট্রিপ সড়ক পথে, ২০ কোটি ট্রিপ রেল, নৌ ও আকাশ পথে যাতায়াত হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, ২৫ এপ্রিলের পর থেকে শহরাঞ্চলে রিকশা ভাড়া বেড়েছে ২০ ভাগ। আগামীকাল থেকে এই ভাড়া ১০০ শতাংশ বেড়ে যেতে পারে। একই সঙ্গে দ্বিগুণ তিনগুণ বাড়তি আদায় করছে অটোরিকশা, ইজিবাইক ও লেগুনা চালকরাও।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদযাত্রায় | ৮ | হাজার | কোটি | টাকা | লুট