আর্কাইভ থেকে বাংলাদেশ

মেট্রোরেলের ৯ম চালানের খালাস কাজ চলছে

মেট্রোরেলের ৯ম চালানের খালাস কাজ চলছে

মেট্রোরেলের আরও ৮টি কোচ ও ৪ টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম, ভি হরিজন-০৯
গত ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে ৯ম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসেছে।  ২৯ এপ্রিল দুপুর ১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। 

বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার আসা ৯ম চালানের মধ্যে রয়েছে ৮ টি কোচ ও ৪টি ইন্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারী সরঞ্জামাদি।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুরের পর থেকেই জাহাজ হতে এ মালামাল খালাস কাজ শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে এসব কোচ, ইন্জিন ও মেশিনারী মালামাল নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৯টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইন্জিন এসেছে। এর আগে ৮টি চালানো ৪৮টি কোচ ও ২৪টি ইন্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সে সব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।  

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেলের | ৯ম | চালানের | খালাস | কাজ | চলছে