আর্কাইভ থেকে ক্রিকেট

‘কালো ফিতা’ নিয়ে আইসিসির সঙ্গে লড়ে যাবেন খাজা

‘কালো ফিতা’ নিয়ে আইসিসির সঙ্গে লড়ে যাবেন খাজা
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের অনুশীলনে জুতায় "all lives are equal" and "freedom is a human right"  লেখা দেখা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজার।  যার বাংলা অর্থ ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এবং ‘প্রতিটি জীবনের মূল্য সমান’।  তবে এমন স্লোগান লিখে ম্যাচে নামার জন্য আইসিসি থেকে অনুমতি না পাওয়ায় টেপ দিয়ে সেসব ঢেকে মাঠে নামেন খাজা।  কিন্তু জুতায় লেখা ঢেকে রাখলেও কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন এই অজি ক্রিকেটার। আর এমন কাজের জন্য তিনি আইসিসির অনুমোদন নেননি।  যার কারণে নিয়মের লঙ্ঘন বলে তাঁকে তিরস্কার করে আইসিসি।  কালো আর্মব্যান্ড পরার কারণে আইসিসি কেন তাঁকে তিরস্কার করবে, ব্যাপারটি বুঝতে পারছেন না খাজা। ‘যখন আমি ইনস্টাগ্রামে দেখি, আমি দেখি শিশুদের, নিরীহ শিশুদের, তাদের মৃত্যুর ভিডিও। এটিই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। ‘আমি শুধু আমার ছোট মেয়ের কথা ভাবি। এটি নিয়ে কথা বলতে আসলে আবেগী হয়ে যাচ্ছি। আমার কাছে এটিই কারণ। আমার গোপন কোনো অ্যাজেন্ডা নেই, আমি কিছু পাব না। আমার শুধু মনে হচ্ছে, এ নিয়ে কথা বলাটা আমার দায়িত্ব।’ এর আগেও খেলোয়াড়েরা আইসিসির অনুমোদন ছাড়াই এমন কাজ করলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি, এমন জানিয়ে তিনি বলেন, আইসিসি যাতে সবার জন্য ব্যাপারটি ন্যায্য ও ধারাবাহিক করে, সে দাবি তুলবেন তিনি। ‘আমি সব নিয়মই মেনেছি আর অতীতেও এমন ঘটনা আছে। ব্যাটে কেউ স্টিকার লাগিয়েছে, জুতায় নাম লিখেছে। অতীতে এমনটা করা হয়েছে আইসিসির অনুমতি ছাড়াই এবং তিরস্কার শুনতে হয়নি কাউকে। আমি আইসিসিকে সম্মান জানাই, তাদের যা নিয়ম আছে, সেগুলোকেও। আমি তাদের বলব, দাবি জানাব আমার দিক থেকে। আমার মনে হয়, এ ক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখা হয়নি।’      

এ সম্পর্কিত আরও পড়ুন কালো | ফিতা | নিয়ে | আইসিসির | সঙ্গে | লড়ে | যাবেন | খাজা