আর্কাইভ থেকে জাতীয়

৬৩ পুলিশ পরিদর্শকের বদলির অনুমতি চেয়ে ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

৬৩ পুলিশ পরিদর্শকের বদলির অনুমতি চেয়ে ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
পুলিশের আরও ৬৩ জন (ইন্সপেক্টর অব পুলিশ) পরিদর্শককে বদলির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসিচব সিরাজাম মুনির স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) এবং ৩ জন ইন্সপেক্টর অব পুলিশদের (শহর ও যানবাহন) বদলি/পদায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর হতে এ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। এসব পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়নে অনুমতি গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠিটি দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গেলো ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৬৩ | পুলিশ | পরিদর্শকের | বদলির | অনুমতি | চেয়ে | ইসিতে | স্বরাষ্ট্র | মন্ত্রণালয়ের | চিঠি