আর্কাইভ থেকে বলিউড

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ওস্তাদ রশিদ খান

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ওস্তাদ রশিদ খান
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান। শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছ। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী উস্তাদ রশিদ খানের শারিরীক অবস্থা সঙ্কটজনক। বেশ কয়েক বছর ধরে  প্রস্টেট ক্যানসারে ভুগছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এ নক্ষত্র। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। ৫৫ বছর বয়সি এ শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিল্পীর ঘনিষ্ঠ মহল এবং হাসপাতালের একটি সূত্রে রশিদের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যার কারণে আইটিইউতে ভর্তি রয়েছেন রশিদ খান। নিউরোলজি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ রয়েছেন তিনি। মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাকে পর্যবেক্ষণে করছেন। নতুন করে অবস্থার অবনতি না-হলেও পরিস্থিতি যে যথেষ্ট জটিল, তা মেনে নিচ্ছেন ঘনিষ্ঠমহল।
ওস্তাদ-রশিদ-খান
ওস্তাদ-রশিদ-খান
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদের। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো রশিদ। কাকাই প্রথম তাকে মুম্বাই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন জনপ্রিয় এ শিল্পী। উস্তাদ রশিদ খান রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন এ শিল্পী। 'যব উই মেট', 'কিসনা', 'হাম দিল দে চুকে সনম', 'মাই নেম ইজ খান', 'রাজ ৩'-র মতো বলিউড ছবির পাশাপাশি 'মিতিন মাসি', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী'-র মতো বাংলা ছবিতেও রয়েছে তার গান।

এ সম্পর্কিত আরও পড়ুন সঙ্কটজনক | অবস্থায় | হাসপাতালে | ওস্তাদ | রশিদ | খান