আর্কাইভ থেকে ক্রিকেট

টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই মাঠে রউফ

টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই মাঠে রউফ
১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের ম্যাচে অ্যাঞ্জলো ম্যাথুসকে টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান। তার করা এই আউটের পর ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যানদের মধ্যে মনে কী এক ‘ভীতি’ই না ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের তেমনই এক ঘটান দেখা গেলো। টাইমড আউটের শঙ্কায় পাকিস্তানি ফাস্ট বোলার হারিফ রউফ প্যাড ছাড়াই নেমে পড়েন মাঠে। তাঁর দল মেলবোর্ন স্টার্সের সতীর্থরা ইনিংসের শেষ দিকে এসে এত দ্রুত আউট হয়েছেন যে, পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নামার জন্য ন্যূনতম প্রস্তুত হওয়ার সময়টুকুও পাননি।   আলবুরির লাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে আজ সিডনি থান্ডারের মুখোমুখি হয়েছে মেলবোর্ন স্টার্স। ম্যাচে থান্ডারের কাছে ৫ উইকেটে হেরেছে স্টার্স। তবে ফল ছাপিয়ে আলোচনায় এসেছে রউফের তাড়াহুড়ো করে ব্যাটিংয়ে নেমে পড়ার ঘটনা।

এ সম্পর্কিত আরও পড়ুন টাইমড | আউটের | ভয়ে | প্যাড | ছাড়াই | মাঠে | রউফ