আর্কাইভ থেকে বাংলাদেশ

শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে মানুষ ও যানবাহনের

শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে মানুষ ও যানবাহনের

ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।  আজ রোববার (১ মে) সকাল থেকে দেশের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে। লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই নেই।

জানা গেছে, আজ রোববার সকাল থেকে ঘাটে চাপ বেড়েছে। ফেরি সংকটে শিশুসহ জীবনের ঝুঁকি নিয়ে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। এদিকে শিমুলিয়ায় দুই, তিন ও চার নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কেও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। আর এক নম্বর ঘাটের সংযোগ সড়কে ৫ হাজারেরও বেশি মোটরসাইকেল যাত্রীরা রয়েছেন অপেক্ষায়।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান গণমাধ্যমকে জানান, দুই নৌরুটে ৮৫টি লঞ্চ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীর চাপ সামাল দিতে সচেষ্ট রয়েছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ১টি রোরো, ২টি মিনি রোরো, ২টি কেটাইপ ও ২টি ডাম্পসহ মাত্র ১০টি ফেরি সচল রয়েছে। আজ রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে তিনটি ফেরিতে প্রায় ১৭শ’ মোটরসাইকেল পদ্মা পারি দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শিমুলিয়া | ঘাটে | ঢল | নেমেছে | মানুষ | ও | যানবাহনের