আর্কাইভ থেকে ক্রিকেট

নিজের দুই মেয়ের নাম জুতায় লিখে খাজার প্রতিবাদ

নিজের দুই মেয়ের নাম জুতায় লিখে খাজার প্রতিবাদ
ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধবিরোধী ও মানবাধিকারের স্লোগানসংবলিত জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার ওপেনারকে অনুমতি দেয়নি ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। তবে থেমে যাননি খাজা কালো বাহুবন্ধনী পরেই মাঠে নেমেছিলেন খাজা। তবে এই ঘটনার জন্য আইসিসি তিরস্কার করে তাঁকে। এরপর আজ মঙ্গলবার থেকে মেলবোর্নে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট উসমান খেলতে চেয়েছিলেন শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে। সেটির অনুমতিও দেয়নি আইসিসি। পায়রার স্টিকার লাগিয়ে খেলতে না পারায় প্রতিবাদের জন্য একটু অন্য রকম উপায় বেছে নিয়েছেন এই অজি ওপেনার। নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লিখেছেন জুতায়। পার্থ টেস্টে তাঁকে প্রতিবাদের স্লোগান লিখতে আইসিসির আপত্তির পর খাজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’

এ সম্পর্কিত আরও পড়ুন নিজের | দুই | মেয়ের | নাম | জুতায় | লিখে | খাজার | প্রতিবাদ