আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গাজা ইস্যুতে মিশরের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানালো হামাস-ইসরায়েল

গাজা ইস্যুতে মিশরের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানালো হামাস-ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায়  হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে  মিশরের দেয়া যুদ্ধবিরতির  প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস ও ইসলামিক জিহাদ। তবে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় মনোবলের কথা জানিয়েছিল ইসরায়েল। গেলো সোমবার (২৫ ডিসেম্বর)  চলমান যুদ্ধ বন্ধে  প্রস্তাব দিয়েছিল মিশর। মিশরের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে প্রস্তাব প্রত্যাখানের তথ্য জানিয়েছে। তবে  আলোচনার বিষয়ে ওই দুই সূত্র যে তথ্য রয়টার্সকে দিয়েছেন সেসব কথা পৃথকভাবে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের দুই কর্মকর্তা অস্বীকার করেছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেছিলেন, ‘আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না করে কোনও প্রকার আলোচনা হতে পারে না।’ পাশাপাশি ফিলিস্তিনের জনগণের কাছে পৌছে দেয়া সাহায্যের পরিমাণ বাড়ানো এবং এই সহায়তা যাতে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় পৌঁছায় মিশরের কাছে সেই দাবিও করেছে হামাস। ইসলামিক জিহাদের এক কর্মকর্তা জানান, যে কোনও বন্দি বিনিময় অবশ্যই ‘সবার জন্য’ নীতির ভিত্তিতে হতে হবে। এর অর্থ, ইসরায়েলের কারাগারে থাকা সব ফিলিস্তিনিদের মুক্ত করার বিনিময়ে গাজায় হামাস এবং ইসলামিক জিহাদের হাতে থাকা সব জিম্মিদের মুক্তি। প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর এবং গাজায় আরও ফিলিস্তিনিকে ইসরায়েল গ্রেফতার করায় বন্দিদের এ সংখ্যা বর্তমানে প্রায় ১০ হাজারে পৌঁছেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ইস্যুতে | মিশরের | প্রস্তাব | নিয়ে | সিদ্ধান্ত | জানালো | হামাসইসরায়েল