আর্কাইভ থেকে জাতীয়

১০ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

১০ হাজারের বেশি  ভোটকেন্দ্র  ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে  ৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্রের  মধ্যে ১০ হাজার ৩০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কেন্দ্রের জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনাও নেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, ঝুকিপুর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ৪ জন পুলিশসহ ১৬/১৭  জনের একটি দল থাকবে।  অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার, অস্ত্র ছাড়া ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রামপুলিশ সদস্যসহ  ১৬/১৭ জনের একটি দল ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবে। মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত ভোটকেন্দ্র ও মেট্রোপলিটন এলাকার ভেতরে অবস্থিত  সাধারণ কেন্দ্রগুলোর জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে অস্ত্রধারী দুইজন পুলিশ,অস্ত্রধারী একজন আনসার,অস্ত্র বা লাঠিধারী একজন আনসার, অস্ত্র ছাড়া ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রামপুলিশ সদস্যসহ ১৫ থেকে ১৬ জনের একটি দল সব সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবে। এছাড়া মেট্রোপলিটন এলাকার ভেতরের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল। এর মধ্যে অস্ত্রধারী তিনজন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং ১০ জন আনসার সদস্যের দল প্রতি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রসঙ্গত, বিশেষ এলাকাগুলো যেমন- পার্বত্য চট্টগ্রাম এবং দুর্গম এলাকায় মেট্রোপলিটন এলাকার বাইরে অন্যান্য গ্রামীণ এলাকার মতোই নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | হাজারের | বেশি | | ভোটকেন্দ্র | | ঝুঁকিপূর্ণ | হিসেবে | চিহ্নিত