আর্কাইভ থেকে জাতীয়

ভোটের প্রচারণায় মাইকের শব্দ কেমন হবে, বলে দিলো ইসি

ভোটের প্রচারণায় মাইকের শব্দ কেমন হবে, বলে দিলো ইসি
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পরিচালনা শাখা থেকে উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলা হয়েছে। ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনি প্রচার কাজে ব্যবহৃত মাইকে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে। এর আগে এক নির্দেশনায় ইসি বলেছিল, দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক প্রচারণার সময় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোটের | প্রচারণায় | মাইকের | শব্দ | কেমন | হবে | বলে | দিলো | ইসি