আর্কাইভ থেকে দেশজুড়ে

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে বাবা-মা-ছেলে দগ্ধ

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে বাবা-মা-ছেলে দগ্ধ
ফেনী শহরের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের স্টার লাইন টার্মিনালের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ৪০ বছর বয়সী আশিষ, তার স্ত্রী ৩০ বছর বয়সী টুম্পা রানী ও ছেলে ৭ বছর বয়সী শিমু রিক। প্রাথমিকভাবে জানা গেছে, আশিষ একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মাজুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আসিফ ইকবাল জানান, দগ্ধদের ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আশিষের ৬০ ভাগ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। শিমু রিকের ৪০ শতাংশ ও টুম্পার ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রিজের | কম্প্রেসর | বিস্ফোরণে | বাবামাছেলে | দগ্ধ